Header Ads

কম্পিউটার বা ল্যাপটপকে সুপার ফাষ্ট করার যাদুকরি কিছু টিপস

মাঝে মধ্যে আপনার মনে হয় আমার বন্ধুর কম্পিউটার টা কি সুন্দর ধুম ধাম চলছে। কত দ্রুত কাজ করে। অনেক ফাস্ট। সমস্যাও হয় না। অথচ আপনার নিজের কম্পিউটার নিয়ে সমস্যায় ভুগছেন। আপনি অন্য সবার মত কোন প্রোগ্রাম চালুই করতে পারেন না। করলেও স্লো কাজ করে।

কোন সফটওয়্যার রান করে শান্তিতে কিচ্ছু করতে পারেন না। মনে হয় কোন প্রোগ্রাম চালু করে বাজার থেকে ঘুরে এসে দেখেন মাত্র চালু হল। এছাড়া আরও হাজার হাজার সমস্যা আপনার কম্পিউটারে। তবে আজ আমি আপনাদের সামান্য কিছু টিপস দেবো যার ফলে আপানার কম্পিউটার আগের চেয়ে অনেক বেশি ফাস্ট কাজ করবে। চলুন তাহলে ধাপে ধাপে সব জেনে নেই।
প্রথমে কিছু কথা বলে নেই যদি আপনি মনে করেন আপনার উইন্ডোজ ইন্সটল বা মাদারবোর্ড ড্রাইভার জনিত কোন সমস্যা নাই তাহলে আপনি যা যা করবেন।

Clean CPU

প্রথমে আপনি আপনার CPU টা ভাল করে পরিষ্কার করে নেন। যত প্রকার ময়লা আছে সব সুন্দর করে ক্লিন করে নেবেন।

Checking Sata Cable

আপনি আপনার CPU এর ক্যাচিং খুলে Sata Cable টা চেক করে নেন যেটা হার্ডডিস্ক টু মাদারবোর্ড এর সাথে লাগানো থাকে। Sata Cable টা পরিবর্তন ও করে দিতে পারেন । না হলে খুলে আবার ভাল করে লাগান।

Checking Hard Disk

আপনার হার্ড ডিস্ক টা চেক করে নেন দেখেন কোন Bad Sector আছে কিনা? যদি থাকে তাহলে Bad Sector রিমুভ করে আবার লাগান।

Uninstall Unnecessary Programs

আপনার কম্পিউটার এ যত ধরনের অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে সব Uninstall করে দেন। আপনার যে সফটওয়্যার গুলো দরকার সেই গুলো বাদে বাকি সব Control Panel এ গিয়ে Uninstall করে ফেলেন।
System: Start >> Control Panel >> Uninstall a program

Disk Defragmentation

আপনি যখন কম্পিউটার এর একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভ এ ডাটা আদান-প্রদান করেন অথবা সারাদিন অনেক কাজ করেন তখন হার্ডডিস্ক এ কিছু জায়গা এলোমেলো হয়ে যা। কিছু ফাঁকা হয়ে যায়। এ জন্য হার্ডডিস্ক এর প্রত্যেকটা ড্রাইভ এর Defragmentation করা প্রয়োজন। এতে হার্ডডিস্কও ভাল থাকে আর কম্পিউটার ও ভাল চলে।
System: Open “My Computer” >> Right click on any drive >> Properties >> Tools >> Then choose Defragment now.

Disk Cleanup and Remove Temporary Files

আমারা যখন কম্পিউটারে কাজ করি তখন অস্থায়ী ভাবে সেই সক্ল কাজ মেমরিতে ধারন করে থাকে এতে অনেক সময় আপনার কম্পিউটারকে স্লো করে ফেলে এ জন্য আপনাকে নিয়মিত এই টেম্পোরারি ফাইল গুলো ডিলেট করতে হবে তাহলে কম্পিউটার ভাল কাজ করবে।
System:
1.Cleanup= Open “My Computer” >> Right-click on any drive >> Properties >> General >> Then choose Disk Cleanup now.
2. Remove Temporary files= Go To “Start” Button >> Then type in search for “Run” >> in run box type >> Type “temp” >> remove all file>> Again Type %temp %>> Remove All file >> Again Type “prefetch” >> Remove All file >> Again Type “recent” >> Remove All file.

Stop Update Programs

উইন্ডোজ দেয়ার পর কিছু সেটিংস ও কিছু আপডেট পরিবর্তন করা দরকার। যেমন, উইন্ডোজ আপডেট বন্ধ করে দেয়া, ফায়ারওয়াল স্টপ করে দেয়া, একশন সেন্টার থেকে সব টিক মার্ক তুলে দেয়া। আরও কিছু সেটিংস।

Use PC Cleaner and Checking Registry Error

অনেক সময় কম্পিউটারের কিছু ফাইল বা রেজিস্ট্রি ফাইল ডেমেজ হয়ে যায় এ গুলো  দূর করার জন্য PC Cleaner ব্যবহার করা উচিৎ। আর গুগলে সার্চ দিলে ভাল মানের কিছু সফটওয়্যার পাওয়া যায় যে গুলো দিয়ে Registry Error চেক করা যায়। সে গুলো দিয়ে ইরর চেকিং করে নেয়া উচিৎ।

Install Anti-virus

একটি কম্পিউটারে খুবই গুরুত্বপূর্ন বিষয় হল এন্টিভাইরাস। ভাইরাস কম্পিউটারে আক্রমণ করে অনেক সময় সকল ডাটা কে নষ্ট করে দেয় । অনেক Malware Virus উইন্ডোজ এ আক্রমণ করে কম্পিউটারকে স্লো করে দেয় আবার কিছু কিছু এন্টিভাইরাসও কম্পিউটারকে স্লো করে দেয়। তাই এন্টিভাইরাস কেনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে কেনা উচিত। আর ফ্রি এন্টিভাইরাস সহজে ব্যবহার করবেন না । এ গুলো অনেক সময় কম্পিউটারকে স্লো করে দেয়।

Increase Ram

কম্পিউটারের র‌্যাম যদি কম হয় তাহলে অনেক সময় কম্পিউটার স্লো কাজ করে তাই আপনার কম্পিউটারে যদি র‌্যাম কম হয় তাহলে তা বাড়িয়ে নিন। ভাল মানের একটা র‍্যাম লাগান তাহলে স্পীড ভাল পাবেন।
সর্বোপরি একটা কথা হল,আপনার কম্পিউটারে কি প্রবলেম সেটা আগে খুজে বের করেন তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেন।

কোন মন্তব্য নেই

Welcome To My Blog
একটি technology Bangla Ltd একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন। হয়ে উঠুন দুর্দান্ত technology Bangla Ltd! ব্লগ লিখুন। আয় করুন। অন্যকে জানান! নিজে জানুন। Services: ব্লগ লিখুন, আয় করুন, নিজে জানুন, অন্যকে জানান!

imagedepotpro থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.